আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6751

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম

আমি ১৮ অক্টোবর ২০২২ স্ত্রীকে বিবাহ রেজিস্ট্রার অফিস হতে তালাক পাঠাই , কাগজে লেখা ছিলো তালাকে বাইন , পরবর্তিতে ২৫ জানুয়ারি ২০২৩ এ দুই পরিবারের উপস্থিতিতে রেজিষ্ট্রি অফিসে তালাক সম্পূর্ন হয়, এবং আমার তিন মাসের শিশু সন্তান মায়ের কাছেই থেকে যায়।

পরবর্তীতে ২৫ জুন ২০২৩ আমরা দুজন মেয়ের পিতার উপস্থিতিতে নতুন করে বিবাহ করি, এখন আমরা জানতে চাই আমাদের বর্তমান সম্পর্কটা হালাল আছে কি, সূরা বাকারার ২৩২ নং আয়াত হতে মনে হচ্ছে হালাল, তবুও নিশ্চিত হতে জানতে চাওয়া.

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যা লিখেছেন শুধু তার ভিত্তিতে উত্তর দেয়া সম্ভব নয়। স্থানীয় কোন ভাল আলেমের থেকে বিষয়টি জেনে নিবেন, সকল কাগজপত্র সাথে নিয়ে যাবেন। অথবা আমাদের কাছে ফোন করতে পারেন 01734717299 যে কোন দিন এশার পর।