আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6750

হালাল হারাম

প্রকাশকাল: 24 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। আমি টিউশনি করাই। অনেক সময় দেখা যায় যে টিউশনিতে ফাকি দিয়ে থাকি। এতে আমার যে টাকা রোজগার হচ্ছে সেটা তো হারাম। এখন আমি তো সেখানে বান্দার হক নষ্ট করেছি। এখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি যদি এখন তওবা করি এবং উক্ত ব্যাক্তির কাছে ক্ষমা চাই বা টাকা পরিশোধ করার নিয়ত করি তাহলে কি আমার দোয়া কবুল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কারো হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তার হক ফিরিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, দুআ কবুল করবেন। সুতরাং এমন কিছু ঘটে থাকলে তাদের কাছে বিষয়টি বলে সুরাহা করে নিন।