আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6745

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 ফেব্রু. 2024

প্রশ্ন

অনেকে প্রাণীর (অনেক বড়) আকৃতির ব্রুচ অর্থাৎ সেফটিপিন বিক্রি করে থাকে, এগুলো বিক্রি করা কতটুকু ইসলাম সম্মত? এছাড়া ফুলের আকৃতির ব্রুচ আছে,‌ সেগুলো বিক্রি করা কতটুকু ইসলাম সম্মত? প্রাণীর ক্ষেত্রে আর ফুলের আকৃতির ক্ষেত্রে বিক্রি করা কতটুকু ইসলাম সম্মত?

 

উত্তর

প্রাণীর আকৃতিরগুলো ব্যবহার করা, বিক্রি করা, ক্রয় করা জায়েজ হবে না। ফুলের আকৃতিরগুলো জায়েজ হবে।