আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6742

বিবিধ

প্রকাশকাল: 19 ফেব্রু. 2024

প্রশ্ন

i have my wife in my family and also i have one little child (Age 9 month),
my Father and Mother both have died. in this situation, can i perform “Kurbani” on be half of 3 person “Me, My Late father & My Late Mother” without my Wife?
that means my question is can i perform “kurbani” without half of my wife, but on be half of Me, My Late Father & My late Mother?
is this “Zayes” for me?

 

উত্তর

আপনার যদি কুরবানী করার সামর্থ থাকে তাহলে আপনি নিজের পক্ষ থেকে কুরবানী করবেন, এটা আপনার জন্য ওয়াজিব। মৃত পিতা-মাতার পক্ষ থেকে কুরবানী করলে সেটা নফল কুরবানী হবে। তাদের জন্য নফল কুরবানী করতে পারেন। স্ত্রীর যদি পর্যাপ্ত সম্পদ থাকে তাহলে তাকেও কুরবানী করতে হবে। যদি না থাকে তাহলে করতে হবে না। স্ত্রীর উপর কুরবানী ওয়াজিব হলে তার  পক্ষ থেকে যদি আপনি কুরবানী করে দেন তাহলেও আদায় হয়ে যাবে।