আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6735

গুনাহ

প্রকাশকাল: 18 ফেব্রু. 2024

প্রশ্ন

আমার চাচাতো ভাই ক্লাস ৯ এ পড়ছে, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাকে সে জানায় গত সপ্তাহে সে তার বন্ধু এক পতিতার কাছে যায়।

তার বন্ধু যৌন সম্পর্কে লিপ্ত হয়, কিন্তু সে উলংগ হয় এবং পতিতার সাথে শুয়ে থাকে তবে কোনো প্রকার যৌন সম্পর্কে লিপ্ত হয়না,  এটি কি চূড়ান্ত যেনা? নাকি এটি তুলনামূলক ছোট ক্ষমার যোগ্য গুনাহ?

 

উত্তর

আল্লাহ তায়ালা তওবা করলে সকল গুনাহ ক্ষমা করেন।  গুনাহ যা হয়েছে সে জন্য তাকে তওবা করতে হবে, এটা চুড়ান্ত ব্যাভিচারের কাছাকাছি। সুতরাং তার জন্য আবশ্যক এই কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ভবিষ্যতে এই গুনাতে লিপ্ত না হওয়ার দৃঢ় অঙ্গিকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সালাতসহ সকল ফরজ ইবাদতগুলো যেন যথাসময়ে আদায় করে, তাকে বলে দিবেন। এই বিষয়টি নিয়ে চিন্তা করে ধ্বংসাত্মক কোন পদক্ষেপ নেওয়া কোনভাবেই গ্রহনযোগ্য নয়। তাকে আপনার সাথে রাখবেন, ভালো পরিবেশে আপনারা থাকবেন।