আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6724

যাকাত

প্রকাশকাল: 13 ফেব্রু. 2024

প্রশ্ন

আস্সালামু আলাইকুম।আমার বাবা মারা যাওয়ার পর তার ব্যাংকে রাখা টাকার একটা অংশ আমি মালিক হই।এখন আমার মালিকানা ১ বছর পূর্ণ হয়েছে। টাকার পরিমান ১২ লক্ষ ছিলো। তবে ১ বছর পূর্ণ হবার আগে আমি ঐ টাকা থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ্ টাকার স্বর্ণ কিনি। বাকি ৬ লক্ষ টাকা আমার কাছে আছে। এখন আমি জাকাত কিভাবে আদায় করবো? স্বর্ণ তো একবছর পূর্ণ হয়নি। কিন্তু বাকি টাকার একবছর পূর্ণ হয়েছে। দুইটার জাকাত কি একসাথে আদায় করবো? নাকি স্বর্ণের টা পরে আলাদা ভাবে একবছর হলে আদায় করবো?

উত্তর

টাকা এবং স্বর্ণ দুটোর যাকাতই এখন আদায় করবেন। স্বর্ণের আলাদা এক বছর হওয়ার প্রয়োজন নেই। যাকাত ফরজ হওয়ার পরিমাণ সম্পদ অর্জিত হওয়ার ১ বছর পর যাকাতযোগ্য যত সম্পদ থাকবে সব সম্পদের যাকাত দিতে হবে। ফরজ হওয়ার সময় কতটুকু সম্পদ ছিল সেটা যাকাত দেওয়ার সময় বিবেচ্য নয়, বরং যাকাত আদায় করার সময় কতটুকু সম্পদ আছে সেটা দেখতে হবে, এবং সকল সম্পদের যাকাত দিতে হবে।