আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6722

ফারায়েজ

প্রকাশকাল: 13 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম

বাবা মারা যাওয়ায় আমাদের দুইভাইয়ের মাঝে জমি ফারায়েজ অনুযায়ী বন্টন হয়। কিন্তু আমার ও আমার ভাইয়ের বাড়ি করার মত কিছু মূল্যবান জায়গা আছে।  যেটার বিক্রিয় মূল্য  বেশি। ধরুন আমার ভাইয়ের জমির মূল্য ২০ লক্ষ আমার জমির মূল্য ১০ লক্ষ্। এমতাবস্থায় সমতা করার উদ্দেশ্যে আমাকে যদি চাষাবাদের জমি কিছু বেশি দেয় তাহলে সেটা নেওয়া কি জায়িজ হবে? ধরুন আমার ভাই কে দিল ৪ বিঘা আমাকে দিল ৫ বিঘা।

উত্তর জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী। জায়েজ হবে। জমির মূল্য কম বেশী হলে, মূল্য ধরে বন্টন করা অধিক উত্তম হবে।