আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি একজন অবিবাহিত মেয়ে। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা এজমার সমস্যা আছে। শীত এর সময় আমি ফজরে নামাজের জন্য অজু করতে পারি না, ঠান্ডা পানি তো ধরতেই পারি না, গরম পানি দিয়ে করলেও অনেক ঠান্ডা লাগে, অনেক হাচি পরে একপর্যায়ে শ্বাসকষ্ট হয়। এখন আমি যদি দেরি করে ৮ -৯ টার দিকে বা যোহর এর সাথে কাযা সালাত আদায় করি এতে কি সালাত হবে বা আমার কি গুনাহ হবে?