আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6710

হালাল হারাম

প্রকাশকাল: 3 ফেব্রু. 2024

প্রশ্ন

আমি একটা অনলাইন ব্যবসায় জড়িত ছিলাম যেখান থেকে প্রায় অর্ধকোটি টাকা আয় করি। আমার ব্যবসাটা ছিল ডলার ক্রয় বিক্রয় নিয়ে। আমার কাছে বিষয়টা সন্দেহজনক লাগতে থাকে, যে আসলে হারাম হলো নাকি হালাল। তবে হারাম হওয়ার সম্ভাবনা প্রায় ৮০%। গত ২ মাস আগে হেদায়েত প্রাপ্ত হওয়ায় আমি সব কিছু ছেড়ে দিয়ে দ্বীনের পথে ফিরে এসেছি। প্রচুর কেঁদেছি কৃতকর্মের সকল পাপ কাজের জন্য।

ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা খরচ করে বাড়ি করা হয়ে গেছে। হাতে আর অল্প কিছু অবশিষ্ট আছে। এখন যেহেতু কাজ ছেড়ে দিয়েছি, এখন আমার কোনো ইনকাম সোর্স নাই। আমি এখন কিভাবে কি করলে আল্লাহর কাছে ক্ষমা পাবো 😭  যদিও আমি ওই ব্যবসাটা করলে এই দুনিয়ার জীবন খুবই হাইফাই করে কাটাতে পারতাম। তবুও এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমি মন উঠিয়ে নিয়ে আখিরাত এর জন্য ১০০% মনোনিবেশ করতেছি। ডাল ভাত খেয়ে জীবন পার করে দিবো, তবুও জেনে বুঝে আর কখনো ইসলাম বিরোধী কোনো কাজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুন 😭

উত্তর

আল্লাহ আপনাকে ধর্মের উপর অটুট রাখুন। যেহেতু বাড়ি হারাম টাকার সেহেতেু এই বাড়ি আপনি নিজের কাছে রাখতে পারবেন না। যদি হারাম টাকা ছাড়া কোন টাকাই না থাকে তাহলে জীবন ধারণের জন্য খুব প্রয়োজনীয় কিছু টাকা রেখে বাকী সব কিছু গরীবদেরকে দিয়ে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। ভবিষ্যতে যদি আল্লাহ স্বচ্ছলতা দান করেন তাহলে যেটুকু কাছে রেখেছিলেন সেগুলোও অসহায়দের দিয়ে দিতে হবে। আর যদি জীবন ধারণ পরিমাণ হালাল টাকা থাকে তাহলে হারাম টাকার কিছুই রাখা যাবে না। এটা কঠিন কাজ, তবে শক্তিশালী মূ’মিনের জন্য সহনীয়। আপনি মনকে শক্ত করুন যে, হারাম মাধ্যমে যদি আল্লাহ টাকা-পয়সা দান করেন তাহলে হালাল মাধ্যমে আরো বেশী দান করবেন ইনশাআল্লাহ।