আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6708

জায়েয

প্রকাশকাল: 3 ফেব্রু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,  আমার প্রশ্ন হলো আমার বাবা একটা ব্যাংক থেকে লোন নিয়েছেন এখন সেই টাকা দিয়ে কি আমি সৌদি আরব গিয়ে পরিশ্রম করে টাকা উপাজন করতে পারবো কি আর আব্বার কাছ থেকে মূলত হাওলাত করে নিতেছি আমিও চাইনা হারাম থাকতে ইনশাআল্লাহ তারাতাড়ি ব্যাংক এর টাকা পরিশোধ করে আর কোনোদিন হারাম টাকার কামাই খাবো না।

উত্তর

যদি ব্যাংক থেকে লোন নেয়া ছাড়া যদি খাবার-দাবার বা জীবন ধারণের কোন ব্যবস্থা না থাকে, মৃত্যু অবধারিত তাহলে ব্যাং থেকে জীবন ধারণ পরিমাণ টাকা লোন নিতে পারেন। বিদেশে যাওয়ার জন্য লোন নেয়ার কোন সুযোগ নেই, সম্পূর্ণ হারাম। আপনার বাবা হারামে জড়ালে তাকে হারাম থেকে বের করার চেষ্টা করুন, তার থেকে হারাম টাকা ধার নিয়ে তাকে হারামে লিপ্ত হতে উৎসাহিত করতে পারবেন না। দ্বিতীয়ত, মানুষের জীবনে যে কোন সময় ফুরিয়ে যেতে পারে। সুতরাং এখন এটা নিয়ে পরে ভালো হয়ে যাবো এগুলো জ্ঞানী মানুষের কথা নয়।