আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6705

বিদআত

প্রকাশকাল: 1 ফেব্রু. 2024

প্রশ্ন

Assalamu’alaikum waromatulllah

‘ সুবহাানা কাল্লাাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লাা ইলাাহা ইল্লাা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইক ‘ এই দুআ কুরআন পড়ার পর, নামাজের পর, ওযুর শেষে কি পড়ার কোনো সহীহ হাদীস রয়েছে নাকি বিদআত ?

উত্তর

এই দুআটি বৈঠক শেষে পড়তে হয়। রাসূলুল্লাহ সা. মসজিলস বা বৈঠক শেষে এই দুআটি পড়তেন। হাদীসে এমনই আছে। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৮৫৯ আরবী পাঠ হলো : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
অর্থ : হে আল্লাহ! তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি সাক্ষ্য দিই যে তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি।বৈঠক ছাড়াও যে কোন সময় এই দুআ পড়তে সমস্যা নেই। এখানে আল্লাহর প্রশংসা করে তাঁর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। এটাই মূ’মিনের সাধারণ গুণ।