আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6703

পোশাক-পর্দা

প্রকাশকাল: 30 জানু. 2024

প্রশ্ন

মহিলাদের পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকলে, পায়ের বাকিটা যদি খোলা থাকে তাহলে কি নামায আদায় হবে?

উত্তর

নামাযের সময় মহিলারা পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে। নামায আদায়ের  পায়ের কোন অংশ যেন দেখা না যায়। মুখ ও হাতের কব্জি ছাড়া পুরো শরীর ঢেকে রাখতে হবে।