আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6701

গুনাহ

প্রকাশকাল: 29 জানু. 2024

প্রশ্ন

আমার বিয়ে হয়েছে বছর। আমার স্ত্রী নম্র ভদ্র, নামাজ পরে ঠিক মতো, কিন্তু আমি হঠাৎ করেই কথা প্রসংগে জানতে পারলাম যে,  সে ফরজগোসলের নিয়ম জানে না। গোসল যখন ফরজ হতো সে তখন সাধারণভাবেই গোসল করে নামাজ পরতো। আমি কখনো ভাবিও নাই যে আমার স্ত্রী এটা জানে না, তাই আমিও এটা নিয়ে কখনো কিছু বলি নাই। এখনআমার প্রশ্ন, গতো বছরে যতো নামাজ রোজা করেছে, সেগুলা তাহলে কি হবে? আমার স্ত্রী এখন কি করতে পারে?

উত্তর

এখন ভাল করে নিয়ম কানুন শিখিয়ে দিবেন। ভবিষ্যতে যেন সঠিক ভাবে গোসল করে। অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা ভুল-ত্রুটি ক্ষমা করে দিবেন।