আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6700

জায়েয

প্রকাশকাল: 29 জানু. 2024

প্রশ্ন

আমি জেনারেল লাইনের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আম্মু আব্বুর ইচ্ছা আমি সরকারি কলেজে পড়ি যেখানে সহশিক্ষা রয়েছে,যার জন্য আমি ওখানে পড়তে চাই না।আমি সরকারি মহিলা কলেজে পড়তে চাই।আম্মুকে বোঝানোর চেষ্টা করি, পরিবারের সদস্যদের সকলেই মানতে নারাজ।অনেক বকাবকি করে, আম্মু মারধরও করে।আম্মু বলে যে সে এসব টেনশন আর নিতে পারে না। আমি কি করব? আমি কি ইচ্ছা করে পরীক্ষা খারাপ করব যাতে আমি ওই কলেজে না টিকি? নাকি পরীক্ষা ভালো করে দিব?

আমি অনেক হতাশায় ভুগছি।নামাজে মন দিতে পারছি না। আমি পড়ালেখায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। পড়ালেখা করতে ভালো লাগে। আমি জানি না আমি কি করব।আমাকে উত্তম নাসীহা করন।

উত্তর

সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন না। এজন্য যে কৌশল অবলম্বন করার প্রয়োজন সেটা আপনি করতে পারেন। শুধু পড়াশোনা না, সকল ক্ষেত্রে ধর্ম পালনের জন্য প্রয়োজনীয় কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, কারণ আপনি পরিবারের পক্ষ থেকে ধর্ম পালনের সাপোর্ট খুব একটা পাবেন না বলে মনে হচ্ছে।