আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6696

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 জানু. 2024

প্রশ্ন

Assalamualaikum waromatulllah আলহমদুলিল্লাহ,আমি ১ বসর ধরে নামাজ পড়া শুরু করেছি।তার আগে আমি নামাজ ঠিকমতো পড়তাম না।এখন আমার বয়স ১৫।তাহলে আমি যেসব নামাজ আগে পড়ি নাই সেগুলো কি আদায় করতে হবে? আর আদায় না করলে কি গুনা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে নামাযাগুলো পড়েন নি সেগুলো আদায় করতে হবে। আপনি প্রতি ফরজ নামাযের সময় কিছু কিছু করে আগের বাদ যাওয়া নামায আদায় করবেন। আর আল্লাহর কাছে ইচ্ছাকৃত নামায ত্যাগ করার কারণে ক্ষমা চাইবেন। ইচ্ছাকৃত নামায ত্যাগ বড় ধরণের গুনাহ।