আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6695

বিবাহ-তালাক

প্রকাশকাল: 28 জানু. 2024

প্রশ্ন

আমার স্বামী পূর্বে বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন, যা আমি বিয়ের পর জানতে পেরেছি। এজন্য আমি রাগ করে বাবার বাড়িতে চলে এসেছি এবং এলাকার বেশিরভাগ মানুষ আমার স্বামী এবং তার পরিবারকে সহ্য করতে পারে না তাদের পূর্বের কাজের জন্য। কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। সে আলহামদুলিল্লাহ দ্বীনের পথে ফিরেছে। হালাল কাজ করে। কিন্তু তার আগের কাজগুলোর জন্য আমার মা বাবা আমাকে আমার স্বামীর কাছে যেতে দিতে চায় না। এখন আমার কি করা উচিত। স্বামীকে ক্ষমা করে তার সাথে থাকা উচিত নাকি মা বাবার কথা শুনে তাকে ছেড়ে দেওয়া উচিত।
মা বাবার মান সম্মান এর ভয়ে আমি যেতে পারছি না।

মা বাবার বাড়িতে প্রায় এক বছর ধরে আছি। কিন্তু মা বাবাকে বোঝানো প্রায় অসম্ভব।এ অবস্থায় আমি কি তাদের অবাধ্য হতে পারব? মেহেরবানী করে কোনো পরামর্শ দেন।

উত্তর

বিয়ের পর মহিলারা স্বামীর অধীনে চলে যায়। স্বামীর কথা মান্য করা তার জন্য আবশ্যক হয়ে যায়। যেহেতু আপনার স্বামী হালাল ইনকাম করে, ধর্মের পথে আছে সেহেতু আপনার এখন স্বামীর কাছে চলে যাওয়া উচিত বলে মনে করি। পিতা-মাতাও আপনার কল্যান চায়। কিন্তু অনেক সময় তারা ঠুনকো অযুহাতে সন্তানের বিপদেরও কারণ হয়।