আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6693

বিবিধ

প্রকাশকাল: 28 জানু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
শায়খ আমার দুটো প্রশ্ন। ১.লা হা ওয়ালা… ইয়া জাল জালালি… লা ইলাহা ইল্লা আনকা সুবহানাকা ইত্যাদি জিকিরের কোন সময়, সংখ্যা বা নিয়ম কি?
২.আমি যৌথ পরিবারে বাস করি। আম্মা,বড় ভাইয়ের ছেলে, ছেলের বউ এবং অন্যান্য ভাই ভাবী সবাই একই বাড়িতে থাকি। চাকরির সুবাদে আমি পরিবার নিয়ে বাইরে আছি।বড় ভাই দ্বীনের ব্যাপারে উদাসীন হওয়ায় এখন গ্রামে গিয়ে একই বাড়িতে বাস করা আমার জন্য প্রায় অসম্ভব।
উল্লেখ্য তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। এমতাবস্থায় আমি যদি দ্বীন রক্ষার্থে পাশের গ্রামে আমার পৈতৃক জমিতে বাড়ি করি তাহলে সেখানে মাটি ফেলে ঘরবাড়ি করতে হবে যা বিরাট কর্মকান্ড।
এটা কি দুনিয়া আসক্তির পর্যায়ে পড়বে? যদি না হয় তবে কি আমি হিজরতের সওয়াব পাবো?
আম্মাকে বিষয়টি খুলে বলেছি তিনি শুনে বলেছেন যাও আল্লাহ তোমাকে ভালই রাখবেন ইনশাআল্লাহ।।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো পড়ার বিশেষ কোন সময় বা সংখ্যা আছে বিষয়টি পুরোপুরি এরকম নয়। বিপদের সময় লা ইলাহা ইল্লা আনকা সুবহানাকা.. এই বেশী বেশী পড়তে হয়ে। দুআ করার সময় ইয়া জাল জালালি.. পড়তে পারেন। বিস্তারিত জানতে “রাহে বেলায়াত” বইটি পড়বেন। ২। দুনিয়াতে থাকতে হলে মানুষের বাসস্থান প্রয়োজন। হালাল টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারেন, এতে কোন সমস্যা নেই। দুনিয়ার আসক্তি হলো ইবাদাত বাদ দিয়ে হালাল-হারামের পরোয়া না করে সম্পদ জমা করা। আর বাড়ি না করলেও এখানে হিজরতের কিছু নেই। যেখানে থাকবেন আত্মীয় স্বজনদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবেন।