আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 669

হালাল হারাম

প্রকাশকাল: 29 নভে. 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, মুহতারামের কাছে আমার প্রশ্ন, আমি পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের ব্যাবসা করি….আমি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানীর কাছ থেকে প্লাস্টিক ক্রয় করে থাকি…..আমি যে প্লাস্টিক ক্রয় করি তা হচ্ছে দালালের মাধ্যমে…তো আমার প্লাস্টিক ক্রয়ের পরে ঐ ক্রয়কৃত প্লাস্টিক আমি আবার আমার মত করে প্রস্তুত করার কারনে সেটা ব্যবহার করা থাকে থাকে মানে resycel, প্রস্তুত করার সময় দালাল আমাকে অনেক সাহায্য করে আবার অনেক সময় করেও না, তাঁরপর আমি ঐ প্লাস্টিক বিক্রয় করার পরে সেই দালালকে প্রতি কেজিতে ২/৩/৫ টাকা করে দেই, এখন এটা কি হারাম না হালাল?

উত্তর

্ওয়া আলাইকুমুস সালম। এখানে হারামের কিছু দেখছি না, আপনি দালালকে আপনার ্প্রতিনিধি মনে করবেন। আর যেহেতু সে আপনার কাজ করছে তাই তাকে কিছূ পারিশ্রমিক আপনি দিচ্ছেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয় কোন বিজ্ঞ আলেমের সাথে আলাপ করলে ভাল হয়।