আসসালামুয়ালাইকুম, মুহতারামের কাছে আমার প্রশ্ন, আমি পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের ব্যাবসা করি….আমি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানীর কাছ থেকে প্লাস্টিক ক্রয় করে থাকি…..আমি যে প্লাস্টিক ক্রয় করি তা হচ্ছে দালালের মাধ্যমে…তো আমার প্লাস্টিক ক্রয়ের পরে ঐ ক্রয়কৃত প্লাস্টিক আমি আবার আমার মত করে প্রস্তুত করার কারনে সেটা ব্যবহার করা থাকে থাকে মানে resycel, প্রস্তুত করার সময় দালাল আমাকে অনেক সাহায্য করে আবার অনেক সময় করেও না, তাঁরপর আমি ঐ প্লাস্টিক বিক্রয় করার পরে সেই দালালকে প্রতি কেজিতে ২/৩/৫ টাকা করে দেই, এখন এটা কি হারাম না হালাল?