আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6689

নামায

প্রকাশকাল: 28 জানু. 2024

প্রশ্ন

আমি আড়াই মাসের গর্ভবতী । কিছুদিন যাবৎ আমার ব্লেডিং হচ্ছে। ডাক্তার ফুল বেড রেস্ট দিয়েছেন। এ অবস্থায় স্বাভাবিক ভাবে নামাজ পড়লে উঠানামায় ও নড়াচড়ায়  ব্লিডিং বেশি হয়। আমি কিভাবে নামাজ পড়তে পারি? তাছাড়া সামান্য পানি স্পর্শ করলে আমার অস্থিরতা সহ কাঁপুনি  আসে এ অবস্থায়  আমার অজুর বিধান কি??

উত্তর

ওযু করলে খুব সমস্যা হলে তায়াম্মুম করবেন। তবে গরম পানি দিয়ে যদি সমস্যা না হয়, গরম পানি ব্যবহার করবেন। ‍নিরুপায়ে হলে তায়াম্মুম করবেন।   আর রুকু-সাজদা দিয়ে নামায আদায় করতে সমস্যা হলে বসে বসে ইশারায় নামায আদায় করবেন। রুকুর তুলনায় সাজদার সময় মাথা একটু বেশী নীচু করবেন।