আমি আড়াই মাসের গর্ভবতী । কিছুদিন যাবৎ আমার ব্লেডিং হচ্ছে। ডাক্তার ফুল বেড রেস্ট দিয়েছেন। এ অবস্থায় স্বাভাবিক ভাবে নামাজ পড়লে উঠানামায় ও নড়াচড়ায় ব্লিডিং বেশি হয়। আমি কিভাবে নামাজ পড়তে পারি? তাছাড়া সামান্য পানি স্পর্শ করলে আমার অস্থিরতা সহ কাঁপুনি আসে এ অবস্থায় আমার অজুর বিধান কি??