আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6687

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 জানু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমরা নিজেরাই প্রেম করে বিয়ে করেছি। পরিবারকে জানিয়েছি রাজি হননি, আমার নিজের ওপর ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা করি, আমি এতে বিয়ে করে নেই ।আমার একটা বাবু ও আছে। আমার শশুড় বাড়িতে সবাই মেনে নিয়েছে।আমার পরিবার এখনো মেনে নেননি, ক্ষমা চেয়েছি ক্ষমা করবেন না। আমি এই নিয়ে আল্লাহর কাছে খুবই অনুতপ্ত, উনি আমাকে ক্ষমা করবেন কিনা আমি গুনাহ করেছি। এখন আমার প্রশ্ন আমরা যে স্বামী স্ত্রী এটাকি বৈধ? আমরা যে এক সাথে থাকছি আমাদের কি গুনাহ হচ্ছে?  দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ ফকীহ ইমামদের মেতে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ সহীহ হবে না। একাংশের মতে সহীহ হবে। যেহেতু আপনারা একটি ফিকহী মত গ্রহন করেছেন আশা করি আপনাদের বিয়ে সহীহ হবে, গুনাহ হবে না। বিস্তারিত জানতে আমাদের দেয় 41 নং প্রশ্নের উত্তর দেখুন।