আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6684

নামায

প্রকাশকাল: 25 জানু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম । আমার বাসা থেকে অফিসের দূরত্ব ৩০-৩৫ কি.মি. প্রতিদিন আমার অফিসে যাওয়ার আসার জন্য ৬০-৭০ কিলো যাওয়া আসা করতে হয়। সময়ের হিসাবে আড়াই থেকে ৩ঘন্টা বা জ্যাম থাকলে তারও বেশি সময় লাগে। আমার নামাজ কি কসর হবে নাকি রেগুলার নামাজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনি কসর করতে পারবে না। আপনাকে পূর্ণ নামাায আদায় করতে হবে। যাওয়া-আসা মিলে হিসাব করা যাবে না। বরং যদি ৭৯ কিলোমিটার বা তার চেয়ে বেশী দূরত্বে সফর করলে কেবল কসর করবে।