আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6666

হজ্জ

প্রকাশকাল: 15 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি ট্রানজিট ভিসা নিয়ে বাড়িতে যাওয়ার সময় ওমরাহ পালন করতে চাই। যদিও সুদ হারাম, কিন্তু অনিবার্য অবস্থার কারণে আমি ব্যাংক লোন নিয়েছি যা কিস্তিতে পরিশোধ করতে হবে এবং সুদও আছে। আমার প্রশ্ন হল ওমরাহ কি বৈধ হবে যার ঋণ আছে এবং সুদ পরিশোধ করা হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ওমরাহ বৈধ হবে।  ওমরাহর জন্য যদি আলাদা টাকা পয়সা খরচ করতে হয়ে তাহলে আগে ঋন পরিষোধ করে তারপর ওমরাহ করবেন। আর যেটা লিখেছেন সেভাবে হলে আলাদা খুব বেশী টাকা পয়সার প্রয়োজন হবে না, সুতরাং ওমরাহ করতে সমস্যা নেই।