আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একজন জেনারেল ছাত্র। মোটামুটি ছোটকাল থেকেই নামাজ পড়ে আসছি। বড় হওয়ার সাথে সাথে ইসলাম সম্পর্কে জানার চেস্টা করছি। ইদানীং একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। বিভিন্ন আলেমের মুখের এইরকমটা শুনেছি যে যারা মহানবী (সা.) কে ইলমুল গায়েব মানে, হাজের নাজের বিশ্বাস করে তাদের পিছনে নামাজ হবে না। এইজন্য আমাদের এলাকার মসজিদে জামাত শেষ হওয়ার পর একাকী নামাজ আদায় করি। কিন্তু এটা নিয়ে এলাকার লোকজন ঝামেলা সৃষ্টি করছে। এইজন্য এলাকার এক বড়ভাই (যিনি আমার চেয়ে অধিক জ্ঞান রাখেন) বলেছে ঝামেলা না করে সেই ইমামের পিছনেই নামাজ পড়ে নিতে। আমি দোটানায় পরে গেছি। কি করবো বুঝতে পারছি না। অনুগ্রহ করে আমাকে সমাধান দিবেন।