আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6656

যাকাত

প্রকাশকাল: 13 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ। আমার প্রশ্ন হল, কোন বিবাহিত মেয়ে কি তার যাকাতের টাকা তার মাকে উমরাহ হাজ্ব করার জন্য দিতে পারে??? বা দেয়া যায় কিনা? দয়া করে একটু দ্রুত উত্তর দিয়ে সহায়তা করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, যাকাতের টাক বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী এবং সন্তান ও সন্তানের সন্তানদের দেয়া যাবে না। উমরাহর জন্যও না, অন্য কোন কারণেও না। আর যাকাত দিতে হয় অভাবী মানুষের অভাব দূর করার জন্য। যার আল্লাহ তাওফীক দিবেন হজ্জ-উমরাহর নিতনি করবেন, যাকাতের টাকা নিয়ে উমরাহ করবে না।