আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6652

কুরআন

প্রকাশকাল: 11 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। কুরআন তিলাওয়াত করার সময় যদি সিজদার আয়াত আসে তাহলে কি সাথে সাথেই সিজদা করতে হবে নাকি পরেও করা যাবে এবং কিভাবে সিজদা করতে হবে আর কয়টি সিজদা করতে হবে। আর এই সিজদার জন্য কি সিজদার দুআ ব্যতিত অন্য কোনো দুআ আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  সাথে সাথে তেলাওয়াতের সাজদা দেয়া ভাল। পরে দিলেও আদায় হবে। দাঁড়ানার পর একবার সাজাদ দিতে হবে। বিশেষ কোন দুআ নেই। অন্যান্য সাজাদার মত দুআ করা যাবে।