আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, গ্রামীণ ব্যাংক থেকে একটা বৃত্তির ব্যবস্থা করা হয়, আমি যখন এপ্লিকেশন করি সেইটায়, তখন সেইটা ভালোভাবে বুঝতাম না যে এটা সম্পুর্ন সুদ ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে বা ভালো ভাবে গুরুত্ব দিয়ে এটা দেখা হয় নি আমার, এখন আমি অনলাইনে সার্চ করে জানতে পারি যে এই বৃত্তির টাকা গ্রহন করা জায়েয নয়, এমতাবস্থায় আমি আমার পরিবারকে জানিয়েছি, তাঁরা অতটা ইসলামিক মাইন্ডের না, তাঁদের বুঝানোর পরও তারা এটা আমাকে গ্রহণ করতে বলতাছে, আমি এখনো বাবামার টাকায় পড়াশোনা করি, আমি জেনারেল পড়ুয়া একজন স্টুডেন্ট, এখন তারা এটাও বলতাছে, যে টাকা না নেওয়ার কারনে তারা নাকি আমাকে পড়াবেও না, এমনকি আমার সাথে খারাপ ব্যবহারও করতাছে, এমতাবস্থায় আমি কি করতে পারি? এই বৃত্তির টাকা সম্ভবত ৪ বছর দেওয়া হবে, হয়তো প্রতি মাসে ১০০০-১৫০০ টাকা করে দিতে পারে, আমি যখন নিজে ইনকাম করব কিছু, তখন এই বৃত্তির টাকাটা ফ্যামিলি কে না জানিয়ে অন্য গরীব কাউকে যদি কোনো সওয়াবের আশা না করে এমনিই দিয়ে দেই, তাহলে কি আমার জন্য জায়েজ হবে? বা আমি কি এই গুনাহ থেকে পরিএান পাবো? যেহেতু আমি একজন স্টুডেন্ট, সেহেতু আলাদা ভাবে নিজের খরচ চালানোও আমার জন্য কস্ট কর, এমতাবস্থায় বাবা মায়ের খারাপ ব্যবহার, আমি কি করবো এখন প্লিজ বলুন