আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6637

প্রকাশকাল: 8 জানু. 2024

প্রশ্ন

আমার প্রশ্নটি হলো, আমার বিবাহে মেয়ে পক্ষ লোক নিতে চেয়েছিলো ১৫-২০ জন। সেখানে আমার পরিবার দর কষাকষি করে ৪০ জন নিতে বাধ্য করে। আমি এগুলোর চরম বিরোধী হওয়া সত্ত্বেও আমার কথা মূল্যায়িত হয়নি। এখন এই জুলুমের জন্য আমি অনুতপ্ত। তো আমি কিভাবে এই জুলুম থেকে পরিত্রাণ পেতে পারি বা আল্লাহর কাছে  মাপ পেতে পারি?

উত্তর

অতিরিক্ত মানুষের কারণে মেয়েপক্ষের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সে পরিমাণ টাকা তাদেরকে দিয়ে দিবেন। যনি নিতে না চায়, যে কোন কৌশলে দিয়ে দিবেন। আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।