আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6627

প্রকাশকাল: 3 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।

একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে দীনের বিষয়ে অজ্ঞ সাধারণ মুসলিম হিসেবে আমি কিভাবে আমার পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে অতিবাহিত করতে পারি। কেননা দরিদ্র হওয়ার দরুন ইতিমধ্যেই আমি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি এবং ভবিষ্যতেও আরো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার আশঙ্কা করছি। তাই আমার অবস্থা বিবেচনা করে আপনারা আমাকে এমন কোনো উপদেশ প্রদান করুন যাতে করে আমি আমার পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে অতিবাহিত করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম, দারিদ্রতা কখনেোই ধর্ম পালনের প্রতিবন্ধক নয়। আপনার পক্ষে যে ইবাদত করা সম্ভব সেটই শুধুই আপনার উপর ফরজ। নামায, রোজা, হারাম বর্জন, হালাল ভক্ষন এগুলো আপনি যথাসাধ্য করে যান। সাথে সীমিত পর্যায়ে হলেও দান-সদকা  করবেন। মানুষের সাথে ভাল ব্যবহার করবেন, অন্যের জন্য কষ্টদায়ক কিছু করবেন না। স্থানীয় মসজিদের ইমাম ও আলেমদের কাছে যাওয়া আসা করবেন, তাদের থেকে ধর্মের প্রয়োজনীয় বিষয়গুলো শিখে নিবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন।