আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। সরকার থেকে আমাদের মোটরসাইকেল দেয়া হয়, আমি এখনো মোটরসাইকেল পায়নি। পাওয়ার জন্য আমাকে আবেদনের সাথে আমার বস দশ হাজার টাকা দিতে বলে, না দিলে মোটরসাইকেল পাওয়া খুবই কঠিন। এমতাবস্থায় ঐ টাকা দিয়ে বাইক নেওয়া জায়েজ হবে কিনা? উল্লেখ্য মোটরসাইকেল বরাদ্দ পেলে সরকার থেকে তেল খরচ বাবদ ৮০০/- করে টাকা পাবো যে টাকা তুলতে হিসাব রক্ষন অফিসেও ঘুষ দিতে হবে।