আমার মা কিছুদিন হলো মারা গেছে, আমারা ২ ভাই। আমার পিতা সর্বদায় তার বড় ছেলেকে একটু বেশিই সহযোগিতা করে থাকেন। পূর্বে মা এই বিষয়ে কথা বললেও বর্তামানে বলার মত কেউ নেই। পিতার ২ টি গাড়ি এবং জমিজমা সব আমার ভাইয়ের দখলে এবং সেই সব ভোগদখল করছে, আমি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসাবে খুবই সামান্য রোজগার করি। এমনকি পিতা তার লাগানো গাছের একটি ফল পর্যন্ত আমাকে দেয় না। তাদের কাছ থেকে সুবিধা পায় বলে আমার চাচারা ও কিছু বলে না। মা মারা যাওয়ায় আমি খুবই অসহায় হয়ে পড়েছি। এমতাবস্থায় আমার কি করা উচিত?