আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 661

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 নভে. 2007

প্রশ্ন

আমার প্রশ্ন হোল আপনি এর আগে কোন এক জায়গায় বলছিলেন যে, আমরা যে জানি ১৮ হাজার মাখলুকাতের কথা এটা নাকি ভুল? যে হাদিস থেকে এই থেকে এই কথা আসসে তা নাকি বানোয়াট? আপনি কি একটু কষ্ট করে আপনার এই কথার প্রমান দিতে পারেন? সত্য সুন্নাহের আলোকে কি রেফারেন্স দিয়ে উত্তর দেবেন?

উত্তর

কোন হাদীসে তো নেই ১৮ হাজার মাখলুকাতের কথা তাহলে রেফারেন্স আসবে কোথা থেকে? আপনিই বলুন কোন হাদীসে আছে? রেফারেন্স দিন।