আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 659

জাদু-টোনা

প্রকাশকাল: 19 নভে. 2007

প্রশ্ন

যাদু-টোনা কারীকে ধ্বংস করার আমল কি? ঘরে যাদু টোনার যে যব উপাত্ত গোপন ভাবে রাখা আছে টা বের করার উপায় কি?

উত্তর

রাসূলুল্লাহ সা. বিভিন্ন সময় যাদু-টোনা ধ্বংস করার বিভিন্ন দুআ শিখিয়েছেন। যেমন, সূরা নাস-ফালাক পড়া ইত্যাদী।বিস্তারিত জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত গ্রন্থের নতুন সংস্করনের ৬ষ্ঠ অধ্যায় ।