আস-সালামু আলাইকুম, আমি রাতে ২ টায় ঘুমাতে যাই ৪ টায় উঠি। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া সম্ভব নয় সময় থাকে না আমি যদি ২ টায় তাহাজ্জুদ পরে ঘুমাতে যাই তাহলে কি ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার যে নেকী সেটা কি পুরোপুরি পাবো? হাদিসে আসছে অর্ধেক রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ার? একটু বুঝিয়ে বলবেন?