আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6505

নফল সালাত

প্রকাশকাল: 21 নভে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি রাতে ২ টায় ঘুমাতে যাই ৪ টায় উঠি। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া সম্ভব নয় সময় থাকে না আমি যদি ২ টায় তাহাজ্জুদ পরে ঘুমাতে যাই তাহলে কি ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার যে নেকী সেটা কি পুরোপুরি পাবো? হাদিসে আসছে অর্ধেক রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ার? একটু বুঝিয়ে বলবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. ঘুমিয়ে উঠে তারপর তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের স্বাভাবিক নিয়ম এটাই। আপনার পক্ষে যদি সেটা সম্ভব নয় হয় শোয়ার আগে পড়ে ঘুমাবেন। আশা করি আল্লাহ তায়ালা পূর্ণ সওয়াব দান  করবেন।