আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6504

ঈদ কুরবানী

প্রকাশকাল: 20 নভে. 2023

প্রশ্ন

কোরবানি গোশ ভাগের নিয়ম। আমাদের গ্রামে কুরবানির পর এক ভাগ সমাজের মানুষের মধ্যে দেওয়া হয় কিন্তু যারা অন্য সমাজ করে তাদের দেওয়া হয় না। এতে দেখে যায় যারা কোরবানি করেন তারাও গোশত পায় যারা কোরবানি করে না তারাও পাই। সঠিক নিয়ম কোনটা?

উত্তর

এই সমাজ ভাগ দেশের বিভিন্ন অঞ্চলে আছে। এটা ভালো নিয়ম নয়। যারা কুরবানীর দিতে পারে না তাদের কুরবানর একটি অংশ দেওয়ার কথা হাদীসে বলা হয়েছে। এখন যারা কুরবানী দিতে পাবে বা দেয় তারাই যদি দানোর গোশতের একটা অংশ নিয়ে যায়, এটা মূর্খতাপূর্ণ কাজ। সুতরাং যারা কুরবানী দিতে সক্ষম বা কুরবানী দিচ্ছে তাদের এই ভাগের গোশত নেয়া উচিত নয়। এটা লজ্জাজনক কাজ। তবে আত্মীয়দের যে ভাগ আছে সেখানে থেকে কুবরানী দিক বা না দিক সব ধরণের আত্মীয়দের দেয়া যাবে।