আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের গ্রামে একটি প্রচলিত প্রথা আছে। যদি কোন ব্যক্তি কারো কাছে একটি গরু কিনে লালন পালন করার জন্য দেয় তাহলে মূল মালিকের অর্থাৎ যে ব্যক্তি গরু কিনে দিয়েছে। সে এই গরু বিক্রির পর যত টাকা লভ্যাংশ হবে তার অর্ধেক নিবে অবশিষ্ট অর্ধেক যে লালন পালন করেছে।
সে এই অর্ধেকের মালিক হবে তবে আমাদের গ্রাম অঞ্চলে যে ব্যক্তি পালন করে সাধারণত তার অতিরিক্ত কোন টাকা খরচ হয় না। কেননা এই যে পশুগুলো ভাগে দেওয়া হয় যার কাছে সেই পশুগুলোকে সে এই পশুগুলোকে মাঠে চড়ায় এতে তার কোন খরচ হয় না। আর সাধারণত অসুস্থ হলে মালিকও এতে খরচ দেয় আর যদি হালকা হয় অসুস্থ তাহলে এটা যার কাছে দেওয়া হয়েছে। সে এটাই বহন করে আর এই যে আমাদের দেশে যে প্রথাটি আছে তা উভয়ের সম্মতিক্রমেই হয় এতে শরীয়তের বিধান কি? এভাবে কি দেওয়া জায়েজ আছে?