ওয়া আলাইকুমুস সালাম। “স্ত্রীর আকীকা না করলে সন্তানদের আকীকা করা যায় না” এটা ভুল কথা। সন্তানদের আকীকা করার জন্য তাদের মায়ের আকীকা করার কোন প্রয়োজনীয়তা নেই। সুতরাং আপনি নিশ্চিন্তে সন্তানদের আকীকা করতে পারেন। স্ত্রীর আকীকা যদি করতে চান করতে পারেন, তবে সন্তানদের আকীকার জন্য স্ত্রীর আকীকা না করা কোন প্রতিবন্ধক নয়। জন্মের ৭ম দিনে আকীকা করা সুন্নাত। পরে যে কোন সময় করা জায়েজ। ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে আকীকা দেয়া সুন্নাত।