আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6496

নামায

প্রকাশকাল: 12 নভে. 2023

প্রশ্ন

আজ আমি ফজরের সালাত আদায় করতে পারি নাই অর্থাৎ কাজা হয়ে যায় কিন্তু অফিস-এ জুহুরের সময় আমি কি ইমামতি করতে পারবো? যখন আমি ফজর-ই পড়তে পারি নাই।

উত্তর

আপনি ফজরের কাজা সালাত আদায় করে তারপর ইমামতি করবেন। এটা সবচেয়ে উত্তম পন্থা। এর বাইরে অনেক জটিলতা আছে।