আস-সালামু আলাইকুম। বৈশাখ মাসে যেহেতু নতুন ধান তোলা হয় তাই তখন ধানের দাম অনেক কম থাকে। তো তখন যদি আমি সেই কমদামে কয়েকমন ধান কিনে ৩-৪ মাস নিজের কাছে রেখে দেই এই আশায় যে ৩-৪ মাস পর যখন ধানের দাম বাড়বে তখন আমি বেশি দামে বিক্রি করে লাভ করবো। এ রকমটা করা কি জায়েজ হবে?