আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6486

ঈদ কুরবানী

প্রকাশকাল: 2 নভে. 2023

প্রশ্ন

আমি নিয়মিত কোরবানী করতাম। কিন্ত এক সময় চাকরি হারায়। এখন একটা চাকরি করছি, তবে যে পরিমাণ উপার্জন হচ্ছে তাতে কোন প্রকারে সংসার চলা সহ বাকি প্রয়োজন মেটে। এখন আমার জন্য কোরবানীর বিধান কি হবে? আর কত টাকা উদবৃত্ত থাকলে কোরবানী করতে হবে ?

উত্তর

সংসার চালানোর পর কুরবানী করার মতো প্রয়োজনীয় অর্থ উদবৃত্ত থাকলে কুরবানী করবেন। যদি কুরবানী করার মত টাকা উদবৃত্ত না থাকে তাহলে কুরবানী  আপনার জন্য ওয়াজিব নয়। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 932 নং প্রশ্নের উত্তর।