আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6478

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 অক্টো. 2023

প্রশ্ন

শায়েখ অনেকের টাকা আমি নিয়েছি কিন্তু দিতে মনে নাই বা ওই লোককে আমি খুজে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি যদি এই নিয়তে দান করি যে আমি যা দান করছি তা আগে আমার বান্দার হক আদায় হবে পরে আমার জন্যে যদি কিছু থাকে তো থাকবে এই নিয়তে দান করলে কি হবে?

উত্তর

জ্বী, এভাবে দান করতে পারেন। তবে যদি পাওনাদারকে খুঁজে পান বা পাওনাদারের কথা মনে পড়ে তাহলে তাকে তার পাওনা টাকা পরিষোধ করতে হবে। দান করলেই তার পাওনা আদায় হবে না।