আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6471

গুনাহ

প্রকাশকাল: 18 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রতি ওয়াক্তে জামাতের নামাজে তিন থেকে চার মিনিট দেরি করে যায় এবং এটা নিয়ে তার সাথে বাসায় বুঝানোর পরও অনেকবার বাসায় ঝগড়াঝাঁটি হয় এবং আমরা দেশের বাহিরে থাকি, এখানে যে মসজিদ আছে এখানে নির্দিষ্ট কোন ইমাম নেই এখানে মুসলিম স্টুডেন্টরাই মসজিদ চালায় এবং তারাই নামাজ পড়ায়, তার বক্তব্য হচ্ছে সে আগে মসজিদে গেলে তাকে নাকি সবাই ইমামতি করার তাগিদ দেয় এবং মাঝে মাঝে সে ইমামতি করে কিন্তু তার ভয় হচ্ছে তার মাখরাযে সমস্যা, এজন্য সে ইমামতি করতে চায় না। কিন্তু প্রায় সময় এরকম জামাত মিস করে তিন চার মিনিট মিস হয়ে যায়।

এক্ষেত্রে তার গুনাহ কি হবে এবং এটা নিয়ে যে সে আমার সাথে ঝগড়া করে এটার পরিণাম কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এতো বুঝানোর দরকার নেই যে, সে বিরক্ত হয়ে যায় কিংবা ঝগড়া আরম্ভ হয়ে যায়। জামাত মিস হলে সওয়াব কম হবে, গুনাহ হবে না। আর স্বামী-স্ত্রীর মাঝে এই নিয়ে ঝগড়া হওয়া বোকামী ছাড়া কিছু না। এতে শয়তান সুযোগ নিয়ে থাাকে। এই নিয়ে তার সাথে আপাতত কথা বলার দরকার নেই। সেই তার মত চলুক। সে নিয়মিত নামায পড়ছে, এটাই তো দেশের বাইরে থাকা অবস্থায় অনেক চ্যালেঞ্জ, তারপরও সে তার ওযর পেশ করছে। তাকে বিরক্ত করা থেকে বিরত থাকুন।