আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6467

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বিবাহ হয়েছে ২০১১ সালে। বিবাহের সময় দেন-মোহর যেটা ধার্য ছিল তার বেশকিছু অংশ বাকি ছিল। স্ত্রীর নিকট মোহরের বাকি টাকার জন্য মাফ চেয়ে নিই। আমাদের ২টি সন্তানও আছে। কিন্তু আমার মনে হচ্ছে মোহরের যে টাকা বাকি ছিল সেটাও শোধ করে দিই। যদিও স্ত্রী বাকি টাকা মাফ করে দিছে কিন্তু আমাদের সন্তানরা কি জারজ সন্তান হিসেবে গণ্য হবে ও আমাদের সম্পর্ক কি অবৈধ? মাফ করে দেবার পরেও টাকা শোধ দিতে চাইলে সেক্ষেত্রে বিধান কি? অনেক প্রশ্ন করলাম দুঃখিত। জাযাকআল্লাহ খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মোহরের বাকী টাকা পরিষোধ করে দিবেন। মাফ চাওয়া অনুচিত কাজ। সন্তানেরা সবাই বৈধ।