আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6464

নফল নামায

প্রকাশকাল: 11 অক্টো. 2023

প্রশ্ন

তাহিয়াতুল মসজিদ ও তাহিয়াতুল ওযুর নামায কি এক সাথে পড়া যাবে, পড়া গেলে কিভাবে নিয়ত করব?

উত্তর

জ্বী, পড়া যাবে। দুই রাকআত তাহিয়্যাতুল ওযুর নামায পড়বেন, আর দুই রাকআত তাহিয়্যাতুল মসজিদের নামায পড়বেন। নামায পড়ার সময় এগুলো মনের ভিতর রাখবেন, এটাই নিয়ত। আলাদা শব্দ বা বাক্য উচ্চারণে কোন নিয়ত করার দরকার নেই।