আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6457

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 4 অক্টো. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। কিছুদিন ধরে একটি বিষয় মনে ঘুরপাক খাচ্ছে।আশা করি উত্তর দিয়ে সহযোগিতা করবেন। বিভিন্ন কারণে মাঝেমধ্যে আমার আন্ডারওয়্যার মোযী দিয়ে নাপাক থাকে। আশেপাশের কারো কারো পস্রাবের ফোঁটা দিয়ে নাপাক থাকে।সাধারণত আন্ডারওয়্যারগুলোর সামনের অংশে (যে অংশটা লিঙ্গের উপর এবং আশেপাশে থাকে) ডাবল কাপড় থাকে। এখন, আন্ডারওয়্যারের উপরের প্যান্টটি পাক পরা হয়। তবে সমস্যা হচ্ছে চলাফেরা করতে গেলে প্যান্টের কিছু অংশ ঘামে ভেজা উরুতে লাগে এবং প্যান্টের সেই অংশটিই আন্ডারওয়্যারের সংস্পর্শে আসে উঠতে বসতে গেলে। এমতাবস্থায় প্যান্টটি,পায়ের উরুর অংশ কী নাপাক বিবেচনা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি আন্ডারওয়ারে নাপাকী থাকে আর ঘামের কারণে ভিজে যায় আর প্যান্টের সাথে ভিজা অংশ লেগে যায় তাহলে প্যান্ট নাপাক হয়ে যাবে। সুতরাং আন্ডারওয়ার সব সময় পাক রাখতে হবে। প্রয়োজনে কয়েকটি সংগ্রেহে রাখতে হবে। নিয়মিত ধৌত করতে হবে।