আস-সালামু আলাইকুম শাইখ, দুই সিজদাহ্’র মাঝে আমরা যে দোয়া পড়ি তার সিরিয়াল মেইনটেইন করা কি গুরুত্বপূর্ণ। যদি আমি এইভাবে দোয়া পড়ি ❝আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহা’মনী, ওয়াহদিনী, ওয়ারযুক্বনী, ওয়াআ’ফিনি, ওয়াজবুরনী❞ তাহলে কি কোন সমস্যা হবে।
উত্তর
ওয়া আলাইকুমুস সালম। হাদীসে যেভাবে আছে সেভাবে পড়ার চেষ্টা করবেন। ধারাবাহিকতা রক্ষা না হলেও সমস্যা নেই।