আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6438

গুনাহ

প্রকাশকাল: 15 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম । আমি লাজ ফার্মাতে একজন মেডিসিন বিক্রয়কর্মী হিসেবে কাজ করি। এখানে অনেকেই এসে ২০-৬০ দিনের গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য মেডিসিন (পিল) নিতে আসে, চাকরি করার কারণে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে সেগুলো বিক্রি করতে হয়। এগুলো বিক্রি করা কী আমার জন্য গুনাহের কাজ..! গুনাহ হলে আমার করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এটা বিক্রি গুনাহের কাজ। সম্ভব হলে আপনি এগুলো বাদে অন্য ওষুধ বিক্রি করবেন। যদি সম্ভব না হয় তাহলে এই চাকুরী বাদ দিয়ে অন্য কোন হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ আপনাকে হালার রিযিকের ব্যবস্থা করে দিন।