আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6433

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 10 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। মৃত বাবা মার আখিরাতে লাভের জন্য সন্তানের করনিয় আমল কি কি? এবং কবর জিয়ারতের সময় কি কি আমল করা মাইয়াতের জন্য সবচেয়ে লাভজনক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৃত বাবা-মার জন্য বেশী বেশী দুআ করবেন। নিজেন ভাষায় এবং কুরআন-হাদীসে বর্ণিত দুআ করা যাবে। এবং দান-সদকা করবেন। কবর জিয়ারতের সময় সালাম দিবেন আর নিজেদের ও তাদের জন্য দুআ করবেন। হাদীসে সালাম ও দুআ এভাবে এসেছে  السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ. সহীহ মুসলিম, হাদীস নং ২৩০২।