আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6424

গুনাহ

প্রকাশকাল: 1 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি (১) কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে তার জানাজা পড়া জায়েজ কিনা? বা কিভাবে পড়বো। (২) আত্মহত্যাকারী ওই ব্যক্তি কতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে, নাকি সে কোনদিনও মুক্তি বা জান্নাতে যেতে পারবে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আত্মহত্যা অনেক বড় পাপ। কোন মুসিলম আত্মহত্যা করলে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তার জানাযা পড়বে না। সাধারণ কিছু মানুষ তাদের জানাযা এবং দাফন করবে। ২। কতদিন জাহান্নামে থাকবে এমন কোন কথা হাদীসে নেই। মুসলিম হলে জান্নাতে যেতে পারবে। আল্লাহ যখন ক্ষমা করে দিবেন তখন জান্নাতে যেতে পারবে। আরো জানতে দেখুন আমাদের দেয়া 7 নং প্রশ্নের উত্তর।