আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6419

কুরআন

প্রকাশকাল: 27 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার প্রশ্ন তিনটি। প্রথমত, কুরআন শরীফের বাংলা কিংবা ইংরেজি অনুবাদ পড়ে কি আমি সাওয়াবের আশা করতে পারি? দ্বিতীয়ত, কিছু কিছু কুরআন অনলাইনে পেয়েছি যেগুলো সম্পূর্ণ অনূদিত অবস্থায় আছে (উদাহরণ: Saheeh International), অর্থাৎ তাতে মূল আরবি ভাষার বাক্যগুলো নেই। ইসলাম শেখার ও জানার জন্য এরূপ কুরআন পড়া কি জায়েজ? তৃতীয়ত, কুরআন শরীফ কোন ডিভাইসের মাধ্যমে পড়ার সময় কি অজু রাখতে হবে? জাযাকাল্লাহ। আপনাদের ওয়েবসাইট থেকে অনেক উপকার পেয়েছি। আল্লাহ আপনাদের শ্রমকে কবুল করে নিন, আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআনের অনুবাদ পড়ে কুরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে না। তবে ইসলামী জ্ঞান অর্জনের সওয়াব অবশ্যই পাওয়া যাবে। ২। না, মূল আরবী বাদে কুরআন ছাপানো যাবে না, পড়াও যাবে না। অন্যান্য ধর্মগ্রন্থগুলো বিকৃত হওয়ার অন্যতম কারণ মূল ভাষায় সেগুলো সংরক্ষণ না করা। ৩। না, শুধু কুরআন পড়ার জন্য ওযু আবশ্যক না। তবে গোসল ফরজ অবস্থায় কুরআন পড়া যাবে না।